মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

জীবন্ত পুড়িয়ে মারার হুমকি, পুলিশের দ্বারস্থ হলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৯:০১

কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন মুম্বাইয়ের তরুণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই। এমনকি তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বয়সী অ্যাঞ্জেল রাই বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপরই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই। ছবি: সংগৃহীত

গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তার দাবি, গত ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সোশাল মিডিয়ায় লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি সোশ্যাল মিডিয়া মারফত তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।  

গত ১৬ মার্চ ই-মেইলে এই ইনফ্লুয়েন্সারকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তারপরই রীতিমতো আতঙ্কে ভুগছেন তিনি।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই। ছবি: সংগৃহীত  

বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন অ্যাঞ্জেল রাই। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ইনফ্লুয়েন্সারের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অ্যাঞ্জেল রাই দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় তিনি। কমপক্ষে ২৫ লাখ ফলোয়ার তার।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই। ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘ঘোটালা’ নামে এক ওয়েব সিরিজে কাজ করছেন অ্যাঞ্জেল রাই। ট্রেলারও মুক্তি পেয়েছে। তারপর থেকেই এই ইনফ্লুয়েন্সার আরও বেশি করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এই হুমকির জেরে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রতিমুহূর্তে।

ইত্তেফাক/এসএ