শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ২০:৪২

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করাসহ টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন বিআরটিএর চেয়ারম্যান মো. ইয়াসীন। 

গত ২১ মার্চ এ পরিদর্শনকালে গাবতলী বাস টার্মিনাল সংশ্লিষ্ট পরিবহনের নেতৃবৃন্দ এবং বিআরটিএ এর কর্মকতাগণ উপস্থিত ছিলেন। এসময় বিআরটিএ চেয়ারম্যান সিটি কর্পোরেশনের প্রতিনিধির সাথে যোগাযোগ করে টার্মিনালের অভ্যন্তরে বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, ময়লা আবর্জনা পরিষ্কার করা, টার্মিনাল অভ্যন্তরে পানি জমা বন্ধ করা, খালখন্দ মেরামত/সংস্কার করা ইত্যাদি বিষয়গুলো ঈদের পূর্বে দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করেন। 

এছাড়াও টার্মিনাল হতে গাড়ি ছাড়ার পূর্বে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মাইকের মাধ্যমে প্রচার করা, কাউন্টার হতে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, চালকরা যেন নিরাপদে গাড়ি চালনা করে ইত্যাদি বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ইত্তেফাক/এনএন