শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

প্রবাসী শিক্ষার্থীদের ইফতার যেন পরিবারকে খুজে পাওয়া

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২৩:২০

রমজান যত শেষের দিকে আসে বেশিরভাগ শিক্ষার্থীদের স্বপ্ন বাড়ি যাওয়া। বাবা-মায়ের সঙ্গে একত্রে ইফতার কিংবা সেহেরি খাওয়া। কিন্তু দেশের বাইরে যারা থাকে তারা কবে বাড়ি যাবে তা অনেকেরই অজানা। বিশেষ করে প্রবাসী শিক্ষার্থীদের পরিবার ছাড়াই রোজা, সেহেরি ও ইফতারে কাটে একাকিত্ব।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিজেদের মধ্যেই পরিবারের আনন্দ ভাগাভাগি করে থাকে, প্রবাসেও সবার মাঝে পরিবারকে খুজে পায়। এমন স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ার সিডনির বুকে নিজেদের পরিবারের সাথে ইফতারের অনুভুতি ভাগাভাগি করে প্রবাসী শিক্ষার্থীরা। এই যেন দূর প্রবাসে এক টুকরো বাংলাদেশ। বছর ঘুরে যেন পরিবারকে খুজে পাওয়ার এক আবেগ ও অনুভুতি।

গত ২৪ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে ইউনাইটেড উই আর স্ট্রংগার (UWS) নামে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনের এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেই ইফতার মাহফিলে উপস্থিত ছিল সিডনিতে থাকা প্রায় ২০০ অধিক বাঙালি শিক্ষার্থী।

ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী সোহেল আহাম্মেদ জানান, দূর প্রবাসে পরিবার ছাড়া চলা অনেক কঠিন। আর এই কঠিন পরিস্থিতে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছে ইউনাইটেড উই আর স্ট্রংগার (UWS) কমিউনিটি। এই ইফতার যেন আমাদের ঈদের চেয়ে বেশি গুরুত্ব বহন করে। এইখানে আমি আমার পরিবার খুজে পেয়েছি। আমি বিশ্বাস করি পরিবার আমাকে কখনো একা হতে দিবে না।

এদিকে UWS গ্রুপের প্যানেল সদস্য আহমেদ হোসেন জিবু বলেন,বিদেশে পড়াশোনার জন্য যাওয়া মানে নিজের বাড়ি এবং পরিবার ছেড়ে আসা। নতুন বন্ধু তৈরির চেষ্টা করাটা স্বাভাবিক, কিন্তু অনেকেই যোগাযোগ এবং নেটওয়ার্কিং করতে সমস্যায় পড়ে। তাই আমরা একে অপরকে তথ্য এবং সহায়তা দেওয়ার জন্য এই গ্রুপটি তৈরি করেছি। আমাদের লক্ষ্য এমন একটি সম্প্রদায় গড়ে তোলা যেখানে সবাই সমর্থিত বোধ করে, শান্তিতে বসবাস করে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়।

আরেক শিক্ষার্থী ইউনাইটেড উই আর স্ট্রংগার (UWS) প্রতিষ্ঠাতা মিনহাজ উদ্দিন ফাহিম জানান, এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু ইফতার ভাগাভাগি করিনি, বরং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। বিপুল শিক্ষার্থীদের উপস্থিতিতেই প্রমাণ করেছে যে, সত্যিই আমরা একসঙ্গে শক্তিশালী।

এই ইফতার অনুষ্ঠানটি এই অঞ্চলের বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার এবং তাদের মধ্যে আত্মীয়তা ও পরিবারের অনুভূতি আরও দৃঢ় করে তোলে। সিডনিতে অধ্যয়নরত প্রায় ১০০০ এর অধিক বাংলাদেশি শিক্ষার্থীরদের জন্য সহায়তা নেটওয়ার্ক প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ইউনাইটেড উই আর স্ট্রংগার (UWS) কমিউনিটি।

ঠিক বছর দেড়েক আগে দেশ ছেড়ে আসা কিছু শিক্ষার্থী ভেবেছিল দূর প্রবাসে একটা পরিবার গড়ে তুলবে। একে অপরের পাশে সহযোগিতার হাত রেখে সামনে এগিয়ে যাবে। সেই ভাবনা থেকে United we are stronger এর পথচলার শুরু। আজ সবাই নানাভাবে একে অপরের পাশে কাধে কাধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে লাল সবুজের পতাকাকে উজ্জ্বল নক্ষত্রের মত আলোকিত করে যাচ্ছে পরিবার পরিজন ছাড়া প্রবাসী শিক্ষার্থীরা।

ইত্তেফাক/এমএএম