রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচক্কর সংলগ্ন ফুটপাতের দোকানে জুতা কিনতে গিয়ে এক নারী হেনস্তার শিকার হওয়ার ঘটনায় সিফাত (২২) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে মিরপুর থানা পুলিশ গ্রেপ্তারকৃত যুবকের নাম পরিচয় প্রকাশ করে। তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আদম খাঁ কান্দি গ্রামে। ঢাকায় মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে ভাড়া থাকেন।
এ ব্যাপারে মিরপুর থানার ওসি সাজ্জাদ রুমন বলেন, ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেলে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি এখন থানায় আছেন। হেনস্তার শিকার নারীকেও থানায় ডাকা হয়েছে। এখন ওই নারী যদি আইনি ব্যবস্থা নেন, সেই অনুযায়ী পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে।
পুলিশ জানায়, মূলত জুতা কেনা নিয়ে ভাসমান বিক্রেতার সঙ্গে ওই নারীর ঝগড়া হয়। একপর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।