শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৩:২৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। আলোচনার মধ্যেই কৃষ্ণ সাগরে নিরাপদে নৌ চলাচল নিশ্চিত করতে রাশিয়া ও ইউক্রেন সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ মার্চ) ওয়াশিংটন এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।

বিবৃতিতে বলে হয়েছে, ‘রাশিয়া এবং ইউক্রেন উভয়েই কৃষ্ণ সাগরে সংঘাত বন্ধ, সেনা প্রত্যাহার এবং নিরাপদ জাহাজ চলাচলের ব্যাপারে একমত হয়েছে। পাশাপাশি, বাণিজ্যিক জাহাজকে সামরিক উদ্দেশে ব্যবহার করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে।’ দুই দেশ একে–অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর বিষয়েও সহমত প্রকাশ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি সংলাপ শুরু হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। তবে রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা মুখোমুখি বৈঠকে বসছেন না। যুক্তরাষ্ট্র এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন তারা।

কৃষ্ণ সাগরে হামলা বন্ধের ব্যাপারে ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভও। রিয়াদে ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কৃষ্ণসাগরে হামলা বন্ধের চুক্তিকে সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এরপর আর কেউ ইউক্রেনের বিরুদ্ধে স্থায়ী শান্তি আলোচনার পথে বাধা বলে অভিযোগ করতে পারবে না। তিনি আরও বলেন, ‘রাশিয়া যদি এটা লঙ্ঘন করে, তবে আমি ট্রাম্পের কাছে সরাসরি প্রশ্ন করব। তারা লঙ্ঘন করলে আমরাও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাইব, অস্ত্র চাইব।’

তবে ওয়াশিংটনের ঘোষণা দেওয়ার পরপরই ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার ব্যাংক, উৎপাদক এবং আন্তর্জাতিক খাদ্য ও সার বাণিজ্যে জড়িত রপ্তানিকারিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কৃষ্ণসাগরের যুদ্ধবিরতি কার্যকর হবে না।

ইত্তেফাক/এএম/এনটিএম