দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৬ মার্চ) এ ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে দমকল বিভাগ জানিয়েছে।
দেশটির দক্ষিণ-পূর্বে অবস্থিত সানচেং কাউন্টিতে ২০টিরও বেশি এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। এমন সময় এই দুর্ঘটনার খবর এলো।
ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, উইসং কাউন্টির একটি পাহাড়ি এলাকায় দাবানল নেভানোর কাজে নিয়োজিত হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। আমাদের বলা হয়েছে যে, ঘটনাস্থলেই একজন পাইলটকে মৃত ঘোষণা করা হয়েছে।
ইয়োনহাপ সংবাদ সংস্থার মতে, দেশটির বন বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার পর অগ্নিনির্বাপক হেলিকপ্টারগুলো গ্রাউন্ডে ফিরিয়ে আনা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভয়াবহ দাবানল থামার ইঙ্গিত এখনো নেই। তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ২৭ হাজারের বেশি বাসিন্দা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিয়েছে এবং কারাগার থেকে শত শত বন্দীকে স্থানান্তর করতে বাধ্য হয়েছে।