রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ক্রিকেট ব্যাট হারানো নিয়ে সংঘর্ষ, আহত ২৫

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১৭:০৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ক্রিকেট ব্যাট হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি দোকানপাটে ভাঙচুরের পর লুটপাটের পর ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২৫জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শিবগঞ্জের মনাকষা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরের দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে মনকষা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা ও খড়িয়াল শেখটোলা গ্রামের যুবকদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে নামোটোলা গ্রামের যুবকদের একটি ব্যাট হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে যুবকদের দুই পক্ষ। পরে ঘটনাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে জানাজানি হলে লাঠিসোটা, বাঁশসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের বাসিন্দারা। সংঘর্ষ চলাকালে অন্তত ২০ থেকে ২৫টি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় পুলিশ। এসময় পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ২৫ থেকে ৩০জন আহতের খবর পাওয়া গেছে। এসময় মনকষা বাজারের কয়েকটি দোকানে ভাঙচুরের পর লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাত হোসেন খুররম বলেন, এ ব্যাপারে আমি কিছু জানিনা। শুধু শুনেছি ক্রিকেট খেলা নিয়ে গোলমাল হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে পুলিশ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহতের সংবাদ পেয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত কেউ  অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি