শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ছেলের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মায়ের

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২০:৩৯

কুড়িগ্রামের চিলমারীতে ছেলের বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার রমনা ইউনিয়নের উত্তর রমনা এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের নাম মমতাজ বেগম (৪৫)। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালক ছিলেন মমতাজ বেগমের ছেলে মমিনুল ইসলাম (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি বালুভর্তি ট্রাক্টর চালাচ্ছিলেন মমিনুল ইসলাম। এসময় ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মমতাজ বেগম। দুর্ঘটনাবশত রাস্তা পর হওয়ার সময় ওই ট্রাক্টরের নিচে চাপা পড়েন মমতাজ। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধারের পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

রমনা এলাকার স্থানীয় বাসিন্দা ও মমিনুলের প্রতিবেশি খলিলুর রহমান জানান, কদিন আগেও এই এলাকায় ট্রাক্টরচাপায় একজনের মৃত্যু হয়েছিল। এবার ছেলের ট্রাক্টর চাপায় মায়ের মৃত্যু হলো। বিষয়টি মর্মান্তিক।

চিলমারী মডেল থানার ওসি মোশাহেদ বলেন, এই ঘটনায় কেউ এখনও পর্যন্ত কোনো অভিযোগ করেনি। বিষয়টি আমার জানা নেই। যদি কেউ অভিযোগ করে থাকে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি