শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বাড়ির সামনে খুন হলেন কৃষকদলের নেতা

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:৩৭

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কৃষক দল নেতা মো. নাছির উদ্দীনকে (৪৮) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা ছরারকূল এলাকায় এ ঘটনা ঘটেছে।

নাসির সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ইফতার সেরে নিজঘর থেকে বাইরে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা কৃষক দল নেতা নাসিরকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এএস/এএইচপি