মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

‘তুই’ বলায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১১:১৫

ময়মনসিংহ নগরীতে ‘তুই’ বলায় বাগবিতণ্ডার জেরে মো. সজিব (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সজিব হামিদ উদ্দিন রোডের আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন। আর ঘাতক মন্টি একই এলাকার শফিক মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান জানান, বুধবার রাতে মন্টি এবং সজিবসহ বেশ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এসময় সজিব মন্টিকে তুই বলায় তাদের দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো রয়েছে। ঘটনার পরপরই মন্টি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ইত্তেফাক/এএস/এএইচপি