শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

অনুপ্রবেশের অভিযোগে রাঙামাটিতে ২ ভারতীয় নাগরিক আটক

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১২:২৫

রাঙামাটির বরকল উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ মার্চ) দুপুরে ছোটহরিনা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জ্ঞানরঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)।

বিজিবি সূত্রে জানা যায়, তারা দুজনে সন্দেহজনকভাবে ঘোড়াফেরা করছিলেন বরকল উপজেলায়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা দুজনেই ভারতীয় নাগরিক। তারা ছোটহরিনা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করার পাশাপাশি বাংলাদেশ থেকে কিছু পণ্য ভারতে পাচারের উদ্দেশ্যে এসেছিল।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের কাছে ৭২ হাজার ৭০০ টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কায়কসিলু বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে বরকল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএস/এএইচপি