শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

টানা ৮ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১৪:৪৮

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২৯ মার্চ) থেকে টানা ৮ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম জানান, চাঁদ দেখা সাপেক্ষে ৩০ মার্চ বা ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে। উৎসব যথাযথভাবে পালনের জন্য হিলি স্থলবন্দর দিয়ে শনিবার (২৯ মার্চ) থেকে আগামী শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে ভারতীয় ব্যবসায়ীদেরও অবহিত করা হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের নোটিশ।

এদিকে, শুক্রবার হিলি স্থলবন্দরের সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কথা রয়েছে। যেহেতু সরকারি ঘোষণা অনুযায়ী টানা ৮ দিন বন্ধ থাকবে তাই শুক্রবার (২৮ মার্চ) বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল থাকবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শুল্ক স্টেশনগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  

এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, পাসপোর্টধারী যাত্রীরা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চেকপোস্ট ব্যবহার করে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।

ইত্তেফাক/এএস/এএইচপি