সিরাজগঞ্জের তাড়াশে মাইক্রোবাসের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যুর তিনদিন পর এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতদের পরিবার। এ নিয়ে স্থানীয় থানায় মামলার পাশাপাশি এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের নয় দশ নাম্বার সেতু এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে সোমবার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিনচড়া বাজার এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় রোকনুজ্জামান (৩১) ও আব্দুল আজিজ ফারুকীর (৪০) মৃত্য হয়। নিহদের বাড়ি তাড়াশের সগুনা ইউনিয়নের হেমনগড় গ্রামে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
রোকনুজ্জামানের মা রোকেয়া বেগম বলেন, আমার ছেলে দুর্ঘটনায় মরেনি। তাকে মেরে ফেলা হয়েছে। হত্যাকারীদের বিচার চাই।এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন তিনি।
নিহত রোকনুজ্জামানের স্ত্রী হিরা খাতুন মুঠোফোনে বলেন, বুধবার আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে। এতিম হয়ে সে পৃথিবীতে এলো। আমার সন্তানকে যারা এতিম করেছেন, তাদের বিচার দাবি করছি।
সলঙ্গা থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, মামলা হয়েছে সলঙ্গা থানায়। কিন্তু তদন্তের জন্য দেওয়া হয়েছে হাটিকুমরুল হাইওয়ে থানাকে। উনারাই বিস্তারিত জানাতে পারবেন।
এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, সড়ক পরিবহন আইনে নিহতের পরিবার মামলা করেছেন। আমরা তদন্ত করছি।