শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

দোহারে পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ২০:৩৯

ঢাকার দোহারে পানিতে ডুবে সামিয়া (৮) ও রাইসা (৭) নামে দুই শিশু মারা গেছেন। তারা সম্পর্কে খালাতো বোন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার খালপাড় এলাকায় মৃত্যু হয় তাদের।

শিশু সামিয়া উপজেলার নারিশা লঞ্চঘাট এলাকার সামছুল হকের মেয়ে। আর রাইসা উপজেলার সুতারপাড়া ঘারমোড়া এলাকার মুকসেদের মেয়ে।

স্থানীয়রা জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে সামিয়া ও রাইসা খালপাড়ে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে তারা খালের পানিতে তলিয়ে যায়। এ সময় সালমা আক্তার নামে আরেক শিশু ঘটনাটি দেখে তার চাচি বিলকিস আক্তারকে জানায়। বিলকিস খালপাড়ে গিয়ে দেখে তারা ডুবে গেছে। এর পর আশপাশের লোকজন ও স্বজনেরা ছুটে এসে তাদরে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, সামিয়া ও রাইসা দুই খালাতো বোন। ঈদ উপলক্ষে গত সোমবার তাদের নানা বাড়ি বেড়াতে এসেছিল। 

ইত্তেফাক/এমএএস