শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

আবারও ভুটান থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ২১:২৭

টানা আড়াই মাস বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আবারও ভুটানের পাথর আমদানি শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে বন্দরের শ্রমিক, আমদানি-রপ্তানিকারকসহ ব্যবসায়ীদের মাঝে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ভুটান থেকে ৪টি পাথরবোঝাই ট্রাক এই শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

স্থলবন্দর সূত্র জানা যায়, দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা হয়। কিন্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্লট বুকিংয়ের নামে অতিরিক্ত অর্থ আদায়কে কেন্দ্র করে গত জানুয়ারি থেকে ভুটান পাথর রপ্তানি বন্ধ করে দেয়।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সকল সমস্যা কাটিয়ে বৃহস্পতিবার পাথর আসা শুরু করেছে। প্রথম দিনে ভুটানের ৪টি পাথরের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আশা করি কোনো সমস্যা না হলে ঈদের ছুটির পর থেকে যথারীতি ভুটান থেকে পাথর আমদানি হবে।

ইত্তেফাক/এমএএস