শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নেপালে ২৫২ টন আলু রপ্তানি করল সরকার

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ২৩:৫৯

দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নতুন করে আরও ২৫২ টন আলু নেপাল রপ্তানি করেছে বাংলাদেশ সরকার। বর্তমানে আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অন্যতম দেশের চারদেশীয় স্থলবন্দরটি। এ নিয়ে মোট ২ হাজার ৩৩১ টন আলু নেপালে রপ্তানি করল বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

উজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে ১২টি ট্রাকে বন্দর দিয়ে ২৫২ টন আলু নেপালে গেছে। আলুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৩৩১ টন আলু নেপালে রপ্তানি হয়েছে। রপ্তানিকারকরা প্রয়োজনীয় ডকুমেন্ট অনলাইনে আবেদন করে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রে ল্যাবে পরীক্ষা করার পর ফাইটো সেনেটারি সার্টিফিকেট ইস্যু করা হয়।

তিনি আরও জানান, আজ বন্দরটি দিয়ে থিংকস টু সাপ্লাই, আমিন ট্রেডার্স, ফাস্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুগুলো রপ্তানি করেছে। এছাড়াও হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস অ্যাগ্রো, লোয়েড বন্ড লজেস্টিক নামে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো নেপালে আলু রপ্তানি করছে। জাতগুলো হলো স্টারিজ এবং লেডিও রোজেটা।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এ বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খৈল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

ইত্তেফাক/এএম