মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

ভূমিকম্পের পর আংশিক যুদ্ধবিরতি ঘোষণা মিয়ানমারের জান্তাবিরোধী যোদ্ধাদের

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৭:৫৯

গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর দুই সপ্তাহের আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তাবিরোধী যোদ্ধারা। উদ্ধার অভিযান এবং অন্যান্য ত্রাণ কাজ সহজতর করার লক্ষ্যে এ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

শুক্রবার ভূমিকম্পের পর রোববার পর্যন্ত সবশেষ ১ হাজার ৬৪৪ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনীও পুরোদমে উদ্ধারকাজ করছে।

বিদ্রোহীদের ‘জাতীয় ঐক্য সরকার’ এক বিবৃতিতে বলেছে, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) রোববার থেকে ভূমিকম্প-কবলিত এলাকায় আক্রমণাত্মক সামরিক অভিযানে দুই সপ্তাহের বিরতি বাস্তবায়ন করবে। তবে প্রতিরক্ষামূলক কাজ অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তারা নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা, পরিবহন এবং অস্থায়ী উদ্ধার ও চিকিৎসা শিবির স্থাপন নিশ্চিত করতে জাতিসংঘ এবং এনজিওগুলোকে সহযোগিতা করবে।

গত শুক্রবার মধ্য মিয়ানমারের সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এরপর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৬.৪ মাত্রার। এর ফলে অনেক এলাকার ভবন ধসে পড়ে, রাস্তাঘাট ভেঙে পড়ে, সেতু ভেঙে পড়ে এবং বাঁধ ভেঙে যায়। ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের মাঝে চাপা পড়ে।

ইত্তেফাক/এসকে