এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভার্চুয়াল সভায় এসিসির সদস্যদের বার্ষিক সাধারণ সভায় নাকভির নিয়োগ চূড়ান্ত হয়।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান শাম্মি সিলভার স্থলাভিষিক্ত হয়েছেন নাকভি। আগামী দুই বছর এসিসির নেতৃত্বে থাকবেন নাকভি। গত বছরের ফেব্রুয়ারিতে পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
এসিসির সভাপতি নির্বাচিত হওয়ার পর নাকভি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্ব বোধ করছি। এশিয়া বিশ্ব ক্রিকেটের হৃদস্পন্দন এবং বোর্ডের সকল সদস্যের সঙ্গে কাজ করে খেলাটির আরও দ্রুত প্রসার ও বিশ্বব্যাপী প্রভাব বৃদ্ধি করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একসঙ্গে নতুন সুযোগ উন্মোচন, বৃহত্তর সহযোগিতা গড়ে তুলব এবং এশিয়ার ক্রিকেটকে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে দেব। এসিসির বিদায়ী সভাপতিকে তার নেতৃত্ব ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’
এসিসি সভাপতির দায়িত্ব ছাড়ার পর সিলভা বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের বিষয়। এসিসির মর্যাদা বৃদ্ধি করতে আমাদের সদস্য বোর্ডগুলোর একনিষ্ঠ কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নাকভির দক্ষ নেতৃত্বে এসিসি তার অসাধারণ যাত্রা অব্যাহত রাখবে এবং আরও সমৃদ্ধ হবে।’