শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

কোরবানিতে বিক্রির জন্য রাখা ৮ গরু পুড়ল আগুনে

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৪:০৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোয়াল ঘরে জ্বালানো মশার কয়েল থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে এক কৃষকের ৮ টি গরু মারা গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পুর্বদেলুয়া দক্ষিণ পাড়ার তফিজ আকন্দের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, প্রতি রাতের মতো মঙ্গলবার রাতেও গোয়ালঘরের মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন দিনমজুর তফিজ। রাত একটার দিকে আগুনের ধোঁয়ায় ঘুম ভাঙে তাদের। পরে তাদের চিৎকারে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের গোয়াল ঘরেও। এতে তফিজ উদ্দিনের দুটি গোয়াল ঘরের ৮টি গরু দগ্ধ হয়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত দিনমজুর তফিজ আকন্দ বলেন, কোরবানিতে বিক্রির জন্য ধারদেনা করে গরুগুলো পালন করছিলাম। সংসারে পুঁজি বলতে এ গরুগুলোই ছিল। আমার সবকিছুই শেষ হয়ে গেছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়েছি। ক্ষতিগ্রস্তকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।

ইত্তেফাক/এপি