শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বগুড়ায় ছিনতাইকারীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৩:৩০

বগুড়ায় ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১০ টা নাগাদ শহরের ধাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বগুড়া সদর থানার নারুলি পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ আহমেদ ও কনস্টেবল মাহবুব হোসেন। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান, মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি থেকে বালুভর্তি একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। পথে ফুলবাড়ী ফাঁড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে চালককে দিয়ে ট্রাকটি নারুলিতে নিয়ে যায়। সেখান থেকে আবার ধাওয়াপাড়ায় নামক একটি মাঠে এনে বালু আনলোড করে ট্রাকটি খালি অবস্থায় একটি ছ’মিলের পাশে রেখে দেয়। এরপর চালককে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে  আটকে রেখে মালিকের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

তিনি আরও জানান, খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে পুলিশ অভিযান চালিয়ে চালক ও ট্রাকটি উদ্ধার করে। এ সময় সুইট পালিয়ে গেলে প্রাচীরের পাশ থেকে দুর্বৃত্তরা ইটপাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করে । 

বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দিন জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এএস/এএইচপি