বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ইস্তাম্বুলে বৈঠকে বসছে মস্কো-ওয়াশিংটনের জ্যেষ্ঠ কূটনীতিকরা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৫:৩৪

রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার (১০ এপ্রিল) ইস্তাম্বুলে নতুন দফা আলোচনা করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা নিশ্চিত করে জানান, মূলত দুই দেশের মধ্যে 'কূটনীতি শক্তিশালী করতে' এই বৈঠক হবে।

বুধবার বার্তা সংস্থা তাস জানিয়েছে, এক সংবাদ ব্রিফিংয়ে জাখারোভা বলেন, মস্কো ও ওয়াশিংটন মধ্যে দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে, আমি নিশ্চিত করছি এটি আগামীকাল অনুষ্ঠিত হবে। বৈঠকটি ইস্তাম্বুলে হবে।

তিনি জানান, রাশিয়ান প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভ এবং মার্কিন পক্ষের প্রতিনিধিত্ব করবেন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী (রাশিয়া ও মধ্য ইউরোপ) সোনাতা কুল্টার।

জাখারোভা আরও বলেন, বৈঠকে দুই দেশের জ্যেষ্ঠ কূটনীতিকরা বৈঠকে অংশ নেবেন। দুই দেশের কূটনীতিকদের কার্যকলাপকে বাধাগ্রস্ত করে - এমন প্রযুক্তিগত বাধাসহ একাধিক বাধা অপসারণের জন্য চলমান বিস্তারিত কাজ অব্যাহত থাকবে।

এর আগে গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে রাশিয়ার একটি প্রতিনিধি দল ইস্তাম্বুলে রুদ্ধদ্বার বৈঠক করে। তখন জানানো হয়, রাশিয়ার প্রতিনিধি দল মার্কিন কনসাল জেনারেলের ইস্তাম্বুলের বাসভবনে দূতাবাস সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছে।

ইত্তেফাক/এসকে