বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত বেড়ে ৮

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:১৭

ইয়েমেনের হোদেইদা শহরে মঙ্গলবার (৮ এপ্রিল) মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও ১৬ জন। দেশটির সশস্ত্র সংগঠন হুতি নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।

হুতিদের মালিকানাধীন আল মাসারাহ টিভি চ্যানেল জানায়, হোদেইদার পূর্ব অংশে আমিন মুকবিলের আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর আগে হোদেইদা ও এর আশেপাশের এলাকায় বিমান হামলায় দুই নারী এবং চার শিশুসহ ছয়জন নিহত হয়েছে বলে জানানো হয়েছিল।

এরও আগে গত রোববার রাতে আরেক হামলায়, সানা অঞ্চলে একটি বাড়িতে ৪ শিশু নিহত এবং ২৫ জন আহত হয়। এ সময় আশেপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে, ১৫ মার্চ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী হুতিদের লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা শুরু করে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মতে, এর লক্ষ্য 'ইজরায়েল ও আমেরিকান স্বার্থ রক্ষা করা' এবং 'নৌ-চলাচলের স্বাধীনতা' নিশ্চিত করা।

ইত্তেফাক/টিএস/এসকে