কুষ্টিয়ায় চালকল মালিক ও ব্যবসায়ী আবদুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। বুধবার (৯ এপ্রিল) বেলা ২টার দিকে শহরের গোশালা সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় আবদুর রশিদ খাজানগর এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। ঘটনার পর তিনি বাড়িতে যান। আবদুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি। সদর উপজেলার খাজানগর এলাকায় তার বড় কয়েকটি চালকল আছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মাথায় হেলমেট দিয়ে দুজন লোক একটি মোটর সাইকেল করে গোশালা সড়কে আসে। এরপর কোমর থেকে অস্ত্র বের করে ওই ব্যবসায়ীর বাড়ির দিকে ছুড়তে থাকে তারা। তারপর দ্রুত চলে যায়।
আব্দুর রশিদ করে বলেন, আমার পরিবার দীর্ঘদিন ধরে কুষ্টিয়া পুরাদহের আইল চারার হাট নিয়ন্ত্রণ করে থাকে। এ বছরও আইল চারার হাট কিছুদিন আগে ডাক হয়েছে যা আমার ভাতিজা জিহাদুজ্জামান জিকু পেয়েছে। আর এই হাটকে কেন্দ্র করেই আজকের এই দূর্বৃত্তদের হামলা।এছাড়া আমাকে এবং আমার ভাতিজা জিকু কে সপ্তাহখানেক আগেও মোবাইল ফোনে হুমকি দেখিয়েছে দুর্বৃত্তরা।
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, মোটরসাইকেলযোগে দুজন ব্যক্তি এসে আব্দুর রশিদ সাহেবের নির্মাণাধীন বাড়িতে দুই রাউন্ড গুলি করে পালিয়ে গেছে। আমরা আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি এবং মোটরসাইকেলটি শানাক্ত করার চেষ্টা করছি।