বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ছয়টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২০:০৭

পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ছয়টি স্কুল ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের ত্রাণ ও মানব উন্নয়নে ভূমিকা রাখা জাতিসংঘের বিশেষ সংস্থা 'UNRWA' এ তথ্য জানিয়েছে।

দখলকৃত পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর এবং গাজাসহ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনিদের অঞ্চলগুলোতে সেবা প্রদান করে।

সংস্থার কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, স্কুলগুলো বন্ধের আদেশের ফলে প্রায় ৮০০ শিক্ষার্থী সরাসরি প্রভাবিত হবে। আজকের অননুমোদিত প্রবেশ এবং বন্ধের আদেশ জারি করা জাতিসংঘ প্রদত্ত সুরক্ষাগুলোর লঙ্ঘন।

ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অভিভাবকদেরকে শিক্ষার্থীদের অন্যান্য স্কুলে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত অক্টোবরে ইসরায়েলের পার্লামেন্ট UNRWA-কে ইসরায়েলের অভ্যন্তরে কার্যকলাপ নিষিদ্ধ করে এবং ১৯৬৭ সালের চুক্তি বাতিল করে একটি আইন পাস করে।

সংস্থার কমিশনার লাজারিনি বলেন, আমরা UNRWA-এর সমস্ত সেবাগুলোতে (দখলকৃত এলাকায়) সরায়েলিরা পানি এবং বিদ্যুৎ বন্ধ করায় আমরা খুব কঠোর পরিশ্রম করছি।

ইসরায়েল দীর্ঘদিন ধরে জাতিসংঘের সংস্থাটি ভেঙে দেওয়ার চেষ্টা করে আসছে। তারা যুক্তি দিয়েছে, এর কিছু কর্মচারী হামাসের সদস্য এবং UNRWA-এর শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের ইসরায়েলকে ঘৃণা করতে শেখায়। তবে জাতিসংঘের সংস্থাটি এ ধরণের অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার এক বছর পর জাতিসংঘ UNRWA প্রতিষ্ঠা করে। কেননা সে সময় লক্ষ লক্ষ ফিলিস্তিনি তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়।

১৯৫০ সালে প্রায় ৭,৫০,০০০ ফিলিস্তিনি শরণার্থীকে সহায়তা দিয়ে শুরু হওয়া এই সংস্থাটি এখন মধ্যপ্রাচ্যজুড়ে প্রায় ৫৯ লক্ষ ফিলিস্তিনি শরণার্থীকে সেবা প্রদান করে, যাদের অনেকেই গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের পাশাপাশি জর্ডান, লেবানন, সিরিয়ার শরণার্থী শিবিরে বাস করে।

এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি যুদ্ধে বিধ্বস্ত গাজা উপত্যকায় UNRWA প্রায় ১.৭ মিলিয়ন ফিলিস্তিনি শরণার্থীকে সেবা দিয়েছে। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে এটি প্রায় ৮,৭১,৫০০ শরণার্থীকে সহায়তা করে।

ইত্তেফাক/এসকে