নাটোরের লালপুরে গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন।
প্রত্যাহারকৃত অন্য পুলিশ সদস্যরা হলেন, এএসআই সাথী খাতুন, কনস্টেবল রাজিব হোসেন ও কনস্টেবল লতিফা খাতুন। বুধবার তাদের এই প্রত্যাহার আদেশ দেওয়া হয়।
নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, যারা সরকারি কাজে বাধা দিয়ে আসামি ছিনতাই করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্ব অবহেলার কারণে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের বছর ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটে। গত মঙ্গলবার বিকেলে ওই মামলায় রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী থানায় গিয়ে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে থানা থেকে ছিনিয়ে নেয়।
এ ঘটনার পর রাতেই রুবেলের দুই বোন ফারহানা ইয়াসমিন বৃষ্টি ও রুপা খাতুনকে বাড়ি থেকে এবং বুধবার সকালে গোধড়া এলাকা থেকে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাসুদ রানা ওরফে মঞ্জু পাটোয়ারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সবশেষ বুধবার দুপুরে ঈশ্বরদী ইউনিয়নের বিমানবন্দর মোড় এলাকা থেকে রুবেলকেও গ্রেপ্তার করা হয়।