বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

হাতি মেরে দাঁত ও নখ নিয়ে গেলো দুর্বৃত্তরা

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৪:২৮

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি বন্য হাতি হত্যা করে দাঁত ও নখ নিয়ে গেছে শিকারিরা। বুধবার (৯ এপ্রিল) চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন চেচুরিয়ার মনুমার ঝিরি নামক এলাকার একটি সংরক্ষিত বনাঞ্চলে একটি পুরুষ হাতিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়রা জানান, হাতটির বয়স আনুমানিক সাত থেকে আট বছর। হাতিটির পিঠে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দাঁত ও নখ কেটে নিয়ে গেছে। দাঁত কেটে নেওয়ার সময় হাতিটির শুঁড়ও উপড়ে ফেলা হয়েছে। তাদের অভিযোগ, চেচুরিয়ার মনুমার ঝিরি নামক এলাকায় ওই হাতিটি কয়েকদিন ধরে মৃত অবস্থায় পড়ে থাকলেও বন বিভাগ কোনও ব্যবস্থা নেয়নি।

তবে জলদী রেঞ্জের রেঞ্জার শাহ আলম অভিযোগ অস্বীকার করে বলেন, হাতিটির শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হাতিটিকে দুই তিন দিন আগে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। 

এদিকে এই ঘটনায় আবারও এই অঞ্চলে হাতি শিকারের ঘটনা সামনে এসেছে। বন বিভাগের অধীনস্থ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য অনুসারে, চট্টগ্রাম অঞ্চলে কমপক্ষে ১০২টি বন্য হাতি মারা গেছে গত এক দশকে। এরমধ্যে ১৬টি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, আর পাঁচটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। 

এছাড়া, ৫৩টি হাতি 'বার্ধক্যজনিত জটিলতা' বা হৃদরোগের মতো 'প্রাকৃতিক কারণে' মারা গেছে। কমপক্ষে ১৭টি দুর্ঘটনায় মারা গেছে, বাকি মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি।এই সময়ের মধ্যে, এই অঞ্চলে মানুষ-হাতির সংঘাতে ৪৪ জন মারা গেছে। কিন্তু হাতি হত্যায় মাত্র ১৮টি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/এএস/এএইচপি