বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ঢাকা মেডিকেলের বাগান গেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৬:৩৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মাজিবুল আলম জানান, দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেলের বাগান গেটের বিপরীত পাশের ফুটপাতে অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে থাকার খবর পাই। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। তিনি ওই এলাকাতেই থাকতেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। এখন মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর ঢামেকের বাগান গেটের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছিল।

 

ইত্তেফাক/এমএএস