বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক স্থগিত করল ইইউ

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৮:৪৪

শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পর মার্কিন পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এ কথা নিশ্চিত করেন।

ইউরো নিউজ জানিয়েছে, বিষয়গুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য পাল্টা শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ভন ডের লেইন বলেন, আমরা আলোচনার সুযোগ দিতে চাই। সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে জোরালো সমর্থন পাওয়া ইইউ পাল্টা ব্যবস্থা গ্রহণের বিষয়টি চূড়ান্ত করার সময়, আমরা এটি ৯০ দিনের জন্য স্থগিত রাখব। যদি আলোচনা সন্তোষজনক না হয়, তাহলে আমাদের পাল্টা ব্যবস্থা শুরু হবে।

জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, এই স্থগিত প্রমাণ করে যে, বাণিজ্যের ক্ষেত্রে একটি ঐক্যবদ্ধ ইউরোপীয় দৃষ্টিভঙ্গির ইতিবাচক প্রভাব রয়েছে। ইউরোপীয়রা নিজেদের রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এই উদাহরণ দেখায় যে, ঐক্য সবচেয়ে বেশি সাহায্য করে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সকল পক্ষকে ৯০ দিনের শুল্ক বিরতির 'সর্বোত্তম ব্যবহার' করার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখা ইউরোপীয় এবং আমেরিকানদের একটি সাধারণ দায়িত্ব।

ইত্তেফাক/এসকে