শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

দেড় বছর পর সুগন্ধি চাল রপ্তানির অনুমতি

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৯:৫৪

প্রায় দেড় বছর পর আবার সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে সরকার । দেশের ১৩৩টি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার ১৫০ টন সুগন্ধি চাল রপ্তানির এই অনুমতি দেওয়া হয়েছে । আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই চাল রপ্তানি করতে হবে।

গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ অনুমোদন দিয়েছে। প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে চাল রপ্তানির ন্যূনতম দর বেঁধে দেওয়াসহ বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। প্রতি কেজির চালের ন্যূনতম রপ্তানিমূল্য হবে ১ দশমিক ৬০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৫ টাকা। অন্যান্য শর্তের মধ্যে রয়েছে, চাল রপ্তানির এই অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়, রপ্তানিকারক নিজে রপ্তানি না করে অন্য কাউকে রপ্তানির সুযোগ দিতে পারবেন না, শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা করবে, 
অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করতে পারবে না।

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে সুগন্ধি চাল রপ্তানি বন্ধ করে দেয় তৎকালীন সরকার। এতদিন রপ্তানি বন্ধ থাকার পর গত ২২ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সুগন্ধি চাল রপ্তানি উন্মুক্ত করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, বাংলাদেশ থেকে ২০০৯-১০ অর্থবছরে সুগন্ধি চাল রপ্তানি শুরু হয়। ২০২২ সালে এসে প্রথমবার চাল রপ্তানি বন্ধ করা হয়। এখন আবার শর্তসাপেক্ষে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হলো। 

জানা গেছে, এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত, ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিংগাপুর, ব্রুনেই, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৩০টির বেশি দেশে সুগন্ধি চাল রপ্তানি হয়েছে।

ইত্তেফাক/এএইচপি