শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

নামাজরত নারীর গলায় ছুরি ধরে ডাকাতির অভিযোগ

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৩:১২

বরিশালের বানারীপাড়ায় মাগরিবের নামাজরত তহমিনা বেগম (৫০) নামে এক নারীর গলায় ছুরি ধরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গরদ্দার গ্রামের আ. সত্তার মোল্লার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। 

ভুক্তভোগী নারী তহমিনা বেগম ওই এলাকার আ. সত্তার মোল্লার স্ত্রী। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ছিলেন তিনি। এ সময় মুখোশ পরিহিত ৩ ডাকাত বসতঘরে ঢুকে তার গলায় ছুরি ও মুখ চেপে ধরে জবাই করে হত্যার ভয় দেখিয়ে কাঠের বাক্সে থাকা সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার এবং নগদ তিন লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। 
 
আ. সত্তার মোল্লা জানান, ওই সময় তিনি বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ পড়ে বাসায় ফিরে তিনি ঘরের মেঝেতে স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তার জ্ঞান ফিরলে ডাকাতির ঘটনা জানান। ছুরির আঘাতে তার গলায় ক্ষতের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘ঘটনার সময় ওই বসতবাড়ির অপর একটি ঘরে ওই নারীর ৬ জন শিশু-কিশোর নাতি-নাতনি ছিল। অথচ ডাকাতির ঘটনা তারা টের পেল না। তবে ওই নারীর চোখে-মুখে আতঙ্কের ছাপ পরিলক্ষিত হয়েছে। বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/কেএইচ