বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৪:৫৬

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পাল্টাপাল্টি হামলায় অন্তত ৬জন আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাগলা থানার কান্দিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

এ আহতরা হলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কবীর সরকার, তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহরিয়ার শাওন, যুবদল নেতা কায়সার আহম্মেদ, পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন, তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এম রহমান সফল, ছাত্রদল নেতা জোবায়েত হোসেন স্বপ্নিল প্রমুখ।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা কবীর সরকার কৃষক দলের পাগলা থানার সাবেক আহ্বায়ক সুজন মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে কান্দিপাড়া বাজারের ইজারার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি এ বিরোধ চাঙা হয়। এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কান্দিপাড়া বাজারের কৃষি ব্যাংকের সামনে দুই পক্ষের  লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ৬ জন আহতের খবর পাওয়া গেছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/এপি