রাজধানীতে রমনা থানাধীন শিল্পকলা একাডেমীর সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হোসাইন ইসলাম লিমন (২৩) নামের এক যু্বক। এ সময় তাকে অচেতন করে তার কাছে থাকা ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্রটি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। বর্তমানে লিমন বাসায় বিশ্রামে রয়েছেন।
ভুক্তভোগী লিমন রাজধানীর সেগুনবাগিচা এলাকার মা টেলিকম নামের একটি দোকানের ব্যবস্থাপক। মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস), ফ্লেক্সিলোডসহ অন্যান্য ব্যবসা করে প্রতিষ্ঠানটি।
ভুক্তভোগী লিমনকে গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে লিমনকে তার বন্ধুরা নিয়ে যান।
লিমনের বন্ধু মো. শরীফ জানান, লিমনের বাসা সেগুনবাগিচায়। সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির পাশে তার মোবাইল ব্যাংকিংয়ের দোকান রয়েছে। ব্যবসায়িক এক লাখ ১২ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শিল্পকলা একাডেমীর পাশে একটি ব্যাংকের বুথে গিয়েছিলেন জমা করতে। সেখানে এক নারী প্রতারক কান্নাকাটি করে তার কাছে এসে বলে, তিনি বিপদে পড়েছেন। একজনের সঙ্গে ফোনে একটু কথা বলবেন। লিমন তখন নিজের পকেট থেকে ফোন বের করছিলেন। এরপর তার সঙ্গে কী ঘটেছে তা কিছুই মনে নেই তার।
শরীফ জানান, রাত সাড়ে ১২টার দিকে যখন লিমনের জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আবিষ্কার করেন। এরপর সেখান থেকে কোনো মতে একটি রিকশা নিয়ে সেগুনবাগিচার বাসায় ফিরলে স্বজনরা পরিস্থিতি বুঝে লিমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাতে সেখানে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন লিমন। তার ব্যবসায়ীক এক লাখ ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।