শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

কুমিল্লায় সম্পত্তি লিখে দিতে বাবাকে বেঁধে নির্যাতন 

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৯:২৪

কুমিল্লার লাকসামে সম্পত্তির জন্য আবদুল জলিল নামক এক ব্যক্তিকে বেঁধে গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর দুইটায় লাকসাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় নির্যাতনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় নির্যাতনের শিকার জলিল লাকসাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন—আবদুল জলিলের স্ত্রী রিনা আক্তার (৪৫), দুই ছেলে নোমান (২০), রকি (১৬) এবং দুই মেয়ে নাজমিন (২৬) ও নুপুর (১৩)।

ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে আবদুল জলিলকে দুই ছেলে টেনে হিঁচড়ে ধরে আনে। একপর্যায়ে তারা তাকে মাটিতে ফেলে রশি দিয়ে হাত-পা বেঁধে তার মুখে গরম পানি ঢেলে দেয়। এ সময় তিনি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।

স্থানীয়রা জানান, আবদুল জলিলের নামে বসতভিটাসহ প্রায় ১২০ শতাংশ জমি রয়েছে। উক্ত সম্পত্তি লিখে নিতে প্রায়ই তাকে মারধর করা হতো। এমনকি তার ভরণপোষণও বন্ধ করে দেয় তারা। এ নিয়ে এলাকায় একাধিক সালিশি বৈঠক হলেও সমাধান হয়নি।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি ব্যাপক আলোড়ন তুলেছে। স্থানীয়রা নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
  
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, নির্যাতনের ভিডিও আমাদের নজরে এসেছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এমএএস