বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যা, যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৯:৪৭

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার।

তিনি জানান, বরিশাল ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেন। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি এবায়েদুল হাসানকে গ্রেপ্তার করা হয়।
 
মামলার এজাহারে জানা গেছে, গত ১১ আগস্ট পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে বিমানবন্দর থানাধীন বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বকশির চর গ্রামের সুলতান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ ব্যবসায়ীকে লোহার সাবল দিয়ে পিটিয়ে হত্যা করে তৎকালীন উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়েদুল হাসান ও তার সহযোগীরা।
 
এ ঘটনায় এবায়েদুল হাসান, তার সহযোগী সোহেল ও মিঠুসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পুত্রবধূ সাদিয়া আফরিন নুপুর। এ মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের সদস্য সচিব এবায়েদুল হাসান চাঁদশাপা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের মৃত সেকান্দার আলী ছেলে। হত্যার ঘটনার পর গত ২২ আগস্ট অভিযুক্ত যুবদল নেতার সাংগঠনিক পদ স্থগিত করে জেলা যুবদলের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এমএএস