মাগুরার শালিখায় একটি স্কুলের এডহক কমিটি গঠন ও পূর্ব বিরোধের জেরে মিজানুর রহমান নামের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যার দিকে শালিখা উপজেলার ছান্দড়া বাজারে হামলার এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষক মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
হামলায় আহত ওই শিক্ষকের নাম মিজানুর রহমান। তিনি শালিখা উপজেলার ছান্দড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই গ্রামের মৃত নওয়াব আলী মোল্লার ছেলে।
চিকিৎসাধীন শিক্ষক মিজানুর রহমান শুক্রবার দুপুরে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাজার করে মোটরসাইকেলে করে তিনি বাড়িতে ফিরছিলেন। এ সময় ছান্দড়া বাজার চৌরাস্তা এলাকায় তার গতি রোধ করেন স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মণ্ডল। কিছু বুঝে ওঠার আগেই কিলঘুষি মারতে থাকেন। এ সময় ইনসার সরদার নামে অপর ব্যক্তি গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে (মিজানুর রহমান) পেটাতে থাকেন। তখন তিনি দৌড়ে পালিয়ে বাঁচেন।
চিকিৎসকের বরাত দিয়ে শিক্ষক মিজানুর রহমান জানিয়েছেন, তার বাঁ হাতের হাড় ভেঙে গেছে। তিনি বলেন, ‘আমি একজন শিক্ষক। যারা আমার ওপর হামলা করেছে, তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু কেন আমার ওপর হামলা করল, জানি না।’
মারধরের বিষয়ে ইনসার সরদার বলেন, তাকে (মিজানুর রহমান) মারিনি। একটু ঢেক্কাঢেক্কি হইছে। সে জাহাঙ্গীর মণ্ডল নামে একজনের গায়ের ওপর দিয়ে মোটরসাইকেল উঠায় দিছিল।
এ বিষয়ে মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ‘ঘটনাটি স্কুল কমিটি ও পূর্বের আধিপত্য নিয়ে ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’