বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

আমি চাই ইরান মহান-সুখী দেশ হোক, তবে পরমাণু অস্ত্র থাকবে না: ট্রাম্প

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৫:৫৮

ইরানের 'চমৎকার ভবিষ্যৎ' কামনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি চাই ইরান একটি চমৎকার, মহান ও সুখী দেশ হোক। কিন্তু তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবে না।

শনিবার (১২ এপ্রিল) ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি চাই না তাদের কাছে পরমাণু অস্ত্র থাকুক। আমি চাই ইরান একটি চমৎকার, মহান ও সুখী দেশ হোক। আমরা শনিবার তাদের সঙ্গে আলোচনা করছি। এখনই তাদের সঙ্গে আমাদের একটি বড় বৈঠক আছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, আমি চাই তারা উন্নতি করুক, কিন্তু তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে না।

শনিবার যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিরা ওমানে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি সমাধানের প্যারামিটার নিয়ে 'পরোক্ষ আলোচনা' করবেন বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রধান আলোচক হবেন।

ইরানের মতে, ওমান মধ্যস্থতাকারী হওয়ায় পক্ষগুলো সরাসরি আলোচনায় অংশ নেবে না। তবে, হোয়াইট হাউস জানিয়েছে, আসন্ন অনুষ্ঠানটিকে সরাসরি আলোচনা হিসাবে বর্ণনা করা যেতে পারে।

তেহরান দেশের পরমাণু কর্মসূচির ওপর যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা (জেসিপিওএ) চূড়ান্ত করার ওপর জোর দিচ্ছে। ভবিষ্যতে চুক্তি থেকে প্রত্যাহারকারী যে কোনো পক্ষের ওপর শাস্তি আরোপের বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র কেবল ইরানের পরমাণু কর্মসূচির সামরিক দিক বন্ধ করার ব্যবস্থাই নয় বরং সমস্ত পরমাণু স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করারও দাবি করছে। ওয়াশিংটন জোর দিয়ে বলেছে, তেহরান মধ্যপ্রাচ্যে মিত্রদের প্রতি তার সমর্থন বন্ধ করুক এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি সীমিত করুক। তবে ইরান তাদের পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা ক্ষমতা কমানোর করার যে কোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে বেসামরিক পরমাণু শক্তি বিকাশের অধিকার জোরদার করে।

ইত্তেফাক/এসকে