বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

সিঙ্গাপুর থেকে ফিরে মাঠে হাজির তামিম

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৭:১৭

সম্প্রদি হৃদরোগের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। আজ (১২ এপ্রিল) সকালেই দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হন তামিম। তখন মাঠে চলছিল ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ।

গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা লিগের ম্যাচ খেলতে নামার আগে প্রথমে মাইনর ও পরে ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ অজ্ঞান হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। তাৎক্ষণিক তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এতই খারাপ হয়েছিল যে, ২২ মিনিট সময় ধরে সিপিআর ও তিনটি ডিসি শক দিতে হয়েছে তাকে। এরপর দ্রুত এনজিওগ্রাম করে শতভাগ ব্লক থাকা একটা আর্টারিতে রিং লাগিয়েছেন চিকিৎসকরা। 

অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তামিমকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। এরপর গত ২৮ মার্চ, হার্ট অ্যাটাকের চারদিন পর চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাসায় ফেরেন তিনি। পরবর্তীতে ৭ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে কয়েকদিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে শনিবার সকালে দেশে ফিরেছেন বাঁহাতি ওপেনার। 

ঢাকায় এসে বেশিক্ষণ বাসায় থাকেননি, চলে আসেন হোম অব ক্রিকেটে। কারণটা অবশ্য দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডানের দ্বৈরথ। বিকাল তিনটার দিকে মাঠে এসেই সোজা চলে যান প্রেসিডেন্ট বক্সে। এরপর ড্রেসিংরুম ঢোকেন তিনি।

ইত্তেফাক/এএম