বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে আবারও ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ২১:২১

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় দুটি হত্যার দায়ে শুক্রবার (১১ এপ্রিল) ফায়ারিং স্কোয়াডে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এটি বছর দক্ষিণ ক্যারোলিনা রাজ্যে দ্বিতীয় মৃত্যুদণ্ড।

৪২ বছর বয়সী মিকাল মাহদি ২০০৪ সালে ৫৬ বছর বয়সীটি জেমস মায়ার্স নামে একজন অফ-ডিউ পুলিশ অফিসারকে হত্যা এবং এর তিন দিন আগে একজন কনভেনিয়েন্স স্টোর কর্মচারীকে হত্যার জন্য জন্য দায়ী।

কারাগারের এক বিবৃতি থেকে জানা যায়, তিন সদস্যের একটি ফায়ারিং স্কোয়াড মৃত্যুদণ্ড কার্যকর করে। মাত্র চার মিনিট পরে মাহদীকে মৃত ঘোষণা করা হয়।

এক বিবৃতিতে প্রতিরক্ষা আইনজীবী ডেভিড ওয়েইস বলেন, আজ রাতে, দক্ষিণ ক্যারোলিনা রাজ্য তাকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

দক্ষিণ ক্যারোলিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের প্রাণঘাতী ইনজেকশন, বৈদ্যুতিক চেয়ার এবং ফায়ারিং স্কোয়াডের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেয়। মাহদি ফায়ারিং স্কোয়াড বেছে নেয়।

১৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রথম ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গত ৭ মার্চ। দক্ষিণ ক্যারোলিনায় তার প্রাক্তন বান্ধবীর বাবা-মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ২৩টিতে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে। আরও তিনটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং পেনসিলভানিয়ায় মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ রয়েছে।

ইত্তেফাক/এসকে