বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

শুরুর আগেই শেষ লিটন দাসের পিএসএল যাত্রা 

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৩:৩৪

চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তবে চলমান পিএসএলের চলা দশম আসরে দল পাওয়ায় পুরোটার জন্যই টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে ছাড়পত্র দিয়েছিলো বিসিবি। পরে তাকে ছাড়াই ঘোষণা করা হয় টেস্ট দলের স্কোয়াড। আসর শুরু হওয়ার চার দিন আগে পাকিস্তানের উদ্দেশ্যে রওনাও দেন লিটন। তবে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই এই উইকেটরক্ষক ব্যাটারের পিএসএলের এবারের যাত্রার ইতি ঘটে গিয়েছে। জানা গিয়েছে, আঙুলের চোট পেয়ে পাকিস্তান থেকে দেশে ফিরে আসছেন লিটন। 

পিএসএলে এবার করাচি কিংসের হয়ে খেলতে গিয়েছিলেন লিটন দাস। গতকাল ছিল তাদের প্রথম ম্যাচ যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল মুলতান সুলতানস। আর এই ম্যাচের আগেই ছিটকে গেছেন লিটন দাস। জানা গেছে, গেল বৃহস্পতিবার দলের অনুশীলন ম্যাচে ডান হাতে চোট পান লিটন। ব্যাট করার সময় একটি বল সরাসরি গিয়ে আঘাত করে তার বুড়ো আঙুলে। পরে স্ক্যানে ধরা পড়ে হেয়ারলাইন ফ্র্যাকচার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তত দুই সপ্তাহের বিশ্রাম নিতে হবে তাকে। ফলে এই ইনজুরির কারণে পিএসএলের এবারের আসরে আর মাঠে নামার সুযোগও পাচ্ছেন না তিনি। ফিরে আসছেন দেশে। 

পরে গতকাল সামাজিকমাধ্যমে দেওয়া বার্তায় লিটন দাস নিজের চোট নিয়ে এক বার্তা দিয়ে লিখেন, 'করাচি কিংসের হয়ে পিএসএল খেলার জন্য আমি উচ্ছ্বসিত ছিলাম। তবে সৃষ্টিকর্তার হয়তো অন্য পরিকল্পনা ছিল। প্রস্তুতির সময় আঙুলে চোট পেয়েছি। স্ক্যানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে এবং সুস্থ হতে অন্তত দুই সপ্তাহ লাগবে। খুবই দুঃখজনকভাবে পিএসএল অভিযান শুরুর আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে আসছি এবং দ্রুত সুস্থতার জন্য আপনার দোয়া প্রার্থনা করছি। আমার দল করাচি কিংসের জন্য শুভকামনা।' 

এ দিকে করাচি কিংসের ম্যানেজমেন্ট জানিয়েছে, লিটনের পরিবর্তে নতুন একজন খেলোয়াড়ের নাম খুব শিগগিরই ঘোষণা করা হবে। তবে লিটন ফিরলেও এবারের পিএসএলে খেলবেন বাকি দুই টাইগার ক্রিকেটার। লাহোর কালান্দার্সের নিজেদের ডেরায় ভিড়িয়েছেন রিশাদ হোসেনকে। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষে আগামী ২৬ এপ্রিল থেকে পিএসএল খেলার অনুমতি পেয়েছেন নাহিদ রানা। তরুণ এই গতি তারকা খেলবেন পেশাওয়ার জালমির হয়ে।

ইত্তেফাক/জেডএইচ