বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

পেছালো ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৪:০৮

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ এপ্রিল) পিএসসির জনসংযোগ দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাহিদা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে, ২৭ জুন পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিন ধরে চলা দাবির প্রেক্ষিতে পিএসসি শেষ পর্যন্ত তারিখ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে।  

এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৮ মে থেকেই শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

ইত্তেফাক/টিএইচ