চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় জিপিএইচ ইস্পাত কারখানার লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সীতাকুণ্ডের কুমিরা সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫) ও মিরসরাই এলাকার করুয়া গ্রামের শামসুল হকের ছেলে রিফাত (২৫)। তারা দুইজনই ভবনের এসির কাজ করতেন বলে জানিয়েছে শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জিপিএইচ ইস্পাত লিমিটেড বিভিন্ন ভবনে এসির কাজ করতেন মোস্তফা ও রিফাত। তারা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে এসি ঠিক করতে যাওয়ার সময় লিফটের তার ছিঁড়ে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। রিফাতকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হলেও বিকেল ৪টার দিকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন চিকিৎসকরা।
দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর কথা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিপিএইচ ইস্পাতের বিবৃতি
জিপিএইচ ইস্পাত'এর অ্যাডভাইজার ওসমান গনি চৌধুরি জানান, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ এপ্রিল সকাল ১০টা নাগাদ জিপিএইচ ইস্পাত এর ইসিআর ভবনে আকস্মিক এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। ভবনে অবস্থিত ৫০০ কেজি ভারবহনে সক্ষম মালামাল উত্তোলনকারী হোয়েস্টটি অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
তিনিয়া আরও জানান, হোয়েস্টটি শুধুমাত্র মালামাল উত্তোলনের জন্য ব্যবহারের নিয়ম থাকলেও নূরুর সাফা নামক ঠিকাদারের অন্তর্ভুক্ত দুইজন সহকারী নিয়ম ভঙ্গ করে মালামালের সাথে উঠেন। এতে হোয়েস্টটির অতিরিক্ত ভারের কারণে ছিঁড়ে যায় এবং দুজন কর্মীই আহত হন। দুর্ঘটনা ঘটার সাথে সাথে জিপিএইচের এম্বুলেন্সের সাহায্যে আহত দুই কর্মীকে জিপিএইচ মেডিকেল টিমের সদস্যসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে দু'জনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় জিপিএইচ-এর পক্ষ থেকে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দুইজন মূল্যবান কর্মীর অকাল মৃত্যুতে জিপিএইচ কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। জিপিএইচ ইস্পাত সব সময় কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং এই অপূরণীয় ক্ষতি জিপিএইচ পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সর্বোচ্চ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করছি।