বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

এবার সরাসরি আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন: রিপোর্ট

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২০:০৩

দীর্ঘদিন পর রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা তুরস্কে মিলিত হবেন বলে দাবি করেছে সিএনএন তুর্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে রোববার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী সপ্তাহে আঙ্কারায় মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করবেন।

সূত্রের খবর অনুযায়ী, কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে আগামী মঙ্গলবার ও বুধবার আঙ্কারার তুর্কি নৌবাহিনীর সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মার্চের শেষের দিকে রিয়াদে রাশিয়ান ও মার্কিন প্রতিবনিধিরা কৃষ্ণ সাগরে শস্য উদ্যোগ পুনরুজ্জীবিত করার দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছিলেন। তবে ক্রেমলিনের মতে, রাশিয়ান কৃষি, খাদ্য ও সারের আন্তর্জাতিক বিক্রয়ের সঙ্গে জড়িত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো অপসারণ করা উচিত।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মস্কো এবং ওয়াশিংটন সামুদ্রিক যুদ্ধবিরতি আলচনাটি ইউক্রেন সংঘাতের কূটনৈতিক নিষ্পত্তির দিকে একটি পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।

২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর শস্য উদ্যোগটি ইউক্রেনীয় কৃষি পণ্যের নিরাপদ উত্তরণ ঘটাবে বলে মনে হয়েছিল। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র এবং ইইউ রাশিয়ান শস্য ও সার রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে পশ্চিমারা তাদের বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে জানিয়ে এক বছর পর মস্কো চুক্তি থেকে সরে যায়।

ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কিও দাবি করেছিলেন, কিয়েভও সামুদ্রিক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। কারণ, এটি রাশিয়ার বিরুদ্ধে 'অবস্থানের দুর্বলতা এবং নিষেধাজ্ঞার দুর্বলতা'কে তুলে ধরে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে নিশ্চিত করেছেন, তার প্রশাসন কৃষ্ণ সাগর শস্য উদ্যোগকে পুনরুজ্জীবিত করার জন্য মস্কোর ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বিবেচনা করছে। তিনি বলেন, 'প্রায় পাঁচ বা ছয়টি শর্ত রয়েছে। আমরা সবগুলোই দেখছি।'

তবে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন মস্কোর ওপর ইইউ নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এগুলো (নিষেধাজ্ঞা) কার্যকর থাকা উচিত।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের মতে, সামুদ্রিক যুদ্ধবিরতি তখনই কার্যকর হতে পারে, যখন রাশিয়ার নির্ধারিত কিছু শর্ত পূরণ করা হবে। এবার ন্যায়বিচার অবশ্যই জয়লাভ করবে এবং আমরা আমেরিকানদের সাথে (কৃষ্ণ সাগর উদ্যোগে) আমাদের কাজ চালিয়ে যাব।

ইত্তেফাক/এসকে