দেশের শেয়ার বাজারে গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢালাও দরপতন হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। এছাড়া ডিএসইতে লেনদেনও কমেছে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, নানা সমস্যায় জর্জরিত শেয়ার বাজার। এখানে আস্থাহীনতা প্রকট। গত এক দশকে যেমন ভালো কোম্পানি বাজারে তালিকাভুক্ত করা সম্ভব হয়নি। তেমনি গত ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠিত করা হলেও বাজারের জন্য এখন পর্যন্ত ভালো কিছু হয়নি। দীর্ঘ আট মাসেও শেয়ার বাজারে ভালো কোনো কোম্পানি নিয়ে আসা যায়নি। তাহলে এই বাজার কীভাবে ভালো হবে?
লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়ার মধ্যে নিয়ে লেনদেন শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন শেয়ারের দর কমতে থাকে। এদিন ভালো, মন্দ সব ধরনের কোম্পানির শেয়ারদরই কমেছে। দিনশেষে ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৭৯টির, কমেছে ২৭০টির। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৯১১ পয়েন্টে অবস্থান করছে। মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৪০ কোটি ১৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১২৫ কোটি ৮৫ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো: বাংলাদেশ শিপিং করপোরেশন, বেক্সিমকো ফার্মা, উত্তরা ব্যাংক, ইস্টার্ন লুব্রিকেন্ট, শাইনপুকুর সিরামিক, বিচ হ্যাচারি, মালেক স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।