যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে শুল্ক নিয়ে লড়াই থামছে না। এরই মধ্যে যুক্তরাষ্ট্র স্মার্টফোন ও কম্পিউটারসহ কিছু পণ্যে শুল্ক প্রত্যাহার করেছে। কিন্তু চীন সরকার কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রকে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেবল দু-একটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেই হবে না, পুরো শুল্কনীতি থেকে সরে আসতে হবে। বাড়তি শুল্ক সম্পূর্ণরূপে বাতিল করার আহ্বানও জানিয়েছে দেশটি।
শনিবার মার্কিন প্রশাসন জানায়, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি থেকে ছাড় দেওয়া হচ্ছে মোবাইল এবং কম্পিউটারকে। আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে বলা হয়েছে, স্মার্টফোন এবং কম্পিউটারের ওপর নতুন শুল্কনীতি কার্যকর হবে না। চীন মনে করে, শুধু স্মার্টফোন এবং কম্পিউটার নয়, পারস্পরিক শুল্কের ভুল অনুশীলন সম্পূর্ণরূপে বাতিল করা উচিত যুক্তরাষ্ট্রের। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘ভুল সংশোধনের জন্য একটি পদক্ষেপ নিতে আমরা আমেরিকাকে স্বাগত জানাই।’
বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন শুল্ক ছাড়ের যে ঘোষণা করেছে, তা মূল্যায়ন করা হচ্ছে। তবে আমেরিকার বিরুদ্ধে শুল্কযুদ্ধে চীন যে পিছু হটবে না, তা আরও একবার বুঝিয়ে দিল বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, তার দেশ বসে থাকবে না। চীনের নাগরিকদের বৈধ অধিকার থেকে বঞ্চিত হতে দেবে না তার প্রশাসন। —সিএনএন