বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

সিলেটে শান্ত-মুশফিকদের ক্যাম্প শুরু 

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৩:০৭

ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত ক্রিকেটাররা। এর মধ্যেই সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। সেজন্য ১৫ জন ক্রিকেটারকে ছাড়তে হয়েছে তাদের ক্লাবগুলো। গতকাল লাক্কাতুরায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে অনুশীলন করেছেন ১০ ক্রিকেটার। স্কোয়াডে থাকা বাকি পাঁচ ক্রিকেটার আজ ক্যাম্পে যোগ দিচ্ছেন। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে টেস্ট দল। তার আগেই প্রস্তুতিতে নেমে পড়েছে টাইগারবাহিনী। নাজমুল হোসেন শান্তদের সঙ্গে যোগ দিয়েছেন নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। ক্যাম্পের প্রথম দিনেই শিষ্যদের বেশ চাঙ্গা রেখেছিলেন ৫৬ বছর বয়সী এই ইংলিশ কোচ। 

বাংলাদেশের ক্যাম্প গতকাল শুরু হলেও আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে মঙ্গলবার থেকে। সে দিনে লাক্কাতুরার আউটারে সকাল ১০টা থেকে তিন ঘণ্টা অনুশীলন করবেন শান্তরা। গতকালের অনুশীলনে অধিনায়ক শান্তর সঙ্গে ছিলেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও জাকির হাসানরা। প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসরা। ডিপিএলে প্রথম পর্বের খেলা শেষ করে এই ১০ ক্রিকেটারের সঙ্গে যোগ দিয়েছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকের আলী অনিক, নাঈম হাসান ও তানজিম হাসান সাকিব। লিজেন্ডস অব রূপগঞ্জ ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ থাকায় এই ৫ ক্রিকেটার একদিন পরে ক্যাম্পে যোগ দিলেন। 

ক্যাম্পের প্রথম দিনে জিম সেশনের পাশাপাশি ফিল্ডিং প্রস্তুতি নিয়ে বেশ সরব ছিলেন ক্রিকেটাররা। আউটারে অনুশীলনে নামার আগে মুশফিক ভালোভাবে পরখ করে নিয়েছেন মূল মাঠের উইকেট। এই প্রচেষ্টায় ছিলেন শান্তও। কেমন হতে পারে জিম্বাবুয়ের বিপক্ষের উইকেট, সেটি অবশ্য ভালোভাবেই জানা রয়েছে শান্তদের। সিলেটের কন্ডিশনও তাদের মুখস্থ। তবে ঘরের মাটিতে গেল বছর ভালো সময় কাটেনি বাংলাদেশের। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবতে হয়েছিল। সেজন্য এবার বাড়তি সতর্ক থাকতে হচ্ছে বাংলাদেশকে। 

সাদা পোশাকে আর কোনো লজ্জার কাদা লাগতে দিতে চান না শান্তরা। জিম্বাবুয়ে লাল বলের ক্রিকেটে তেমন শক্তিশালী না হলেও সতর্ক ছিলেন নির্বাচকরাও। বিভিন্ন প্রশ্ন থাকা সত্ত্বেও অভিজ্ঞ ক্রিকেটারদের বাইরে কাউকে স্কোয়াডে রাখা হয়নি। ওপেনিংসহ টপ অর্ডারের বেশ কয়েক জন ক্রিকেটারের ফরম নিয়ে প্রশ্ন থাকলেও নতুনদের মধ্যে যারা ফরমের সেরা অবস্থানে ছিলেন তাদের নির্বাচন করা হয়নি। কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, তারা কোনো ঝুঁকি নিতে চাননি। 

বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট খেলেছেন জাকির হাসান। এক সেঞ্চুরির বাইরে বলার মতো তেমন কোনো ইনিংস তিনি খেলতে পারেননি। চলতি ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়েও সেভাবে আলো কাড়তে পারেননি। সবশেষ তিন ম্যাচের দুটিতেই ফিরেছেন শূন্য হাতে। মাহমুদুল হাসান জয়ের পরিসংখ্যানও ব্যতিক্রম নয়। আরেক ব্যাটার সাদমান ইসলাম অবশ্য কিছুটা স্বস্তিতে রয়েছেন। ডিপিএলের সবশেষ ম্যাচে ৮৭ রানের ইনিংস খেলেছেন। এমন ইনিংস খেলেই সিলেট ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি। এর আগেও কয়েকটি বড় ইনিংস খেলেছেন। 

জাতীয় দলের জার্সিতে সেটি কতটা ধরে রাখতে পারেন, তা এখন সময়ের অপেক্ষা। এ দিকে বাংলাদেশের অনুশীলন ও প্রস্তুতি পূর্ণাঙ্গভাবে শুরু হলেও জিম্বাবুয়ের শুরু হবে দুদিন পরে। বুধবার থেকে শুরু হতে পারে ক্রেইগ আরভিনদের অনুশীলন। আগামী ২০ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। তবে এই ম্যাচ কোন টিভি চ্যানেলে প্রচার করা হবে, সেটি এখনো জানা যায়নি। কারণ সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পারেনি বিসিবি।

ইত্তেফাক/জেডএইচ