বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পাঁচ হাজার বন্দির জন্য আয়োজন করা হয়েছে পান্তা-ইলিশের। এজন্য ২৫০ কেজি ইলিশ মাছের ব্যবস্থা করা হয়েছে। কারা অধিদপ্তরের নির্দেশনায় নববর্ষের প্রথম দিন সোমবার (১৪ এপ্রিল) সকালে বন্দিদের জন্য বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এ আয়োজন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। কারাগার সূত্রে জানা গেছে, শুধু সকালের খাবার নয়, দুপুরে বন্দিদের পরিবেশন করা হবে পোলাও, মুরগির মাংস, ডাল, পান-সুপারি ও মিষ্টি।
পহেলা বৈশাখ উপলক্ষে কারাগারে বন্দিদের জন্য বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের, যাতে অংশ নিচ্ছেন কারাবন্দি শিল্পীরা এবং বাইরের সংগীতশিল্পীরাও।
জানা গেছে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গত ১০ এপ্রিল কারা অধিদপ্তর থেকে দেশের সব কারাগারে উন্নতমানের খাবার ও সাংস্কৃতিক আয়োজনের নির্দেশনা দেয়া হয়। এতে সকালের মেন্যুতে ইলিশ মাছসহ বাঙালি খাবার ও দুপুরে পোলাও-মাংস রাখার কথা বলা হয়।
এই উদ্যোগে বন্দিরা যেমন আনন্দ উপভোগ করতে পারছে, তেমনি কারাগারের পরিবেশও হয়ে উঠেছে উৎসবমুখর।