বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

১৪৪ ধারা: নববর্ষের প্রথম দিনে থমথমে রাণীশংকৈলের ৩ এলাকা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৬:১৯

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনার জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাণীশংকৈলের তিন এলাকায়।

সোমবার (১৪ এপ্রিল) উপজেলার কাউন্সিল বাজার, চেকপোস্ট বাজার ও বটতলী এলাকায় এ পরিস্থিতি দেখা গেছে। এর আগে রোববার রাণীশংকৈলও ১৪৪ ধারা জারি করেছ প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে,  শুক্রবার দুপুরে হরিপুর এলাকায়  এলাকায় 'বাঙাল' মুসলিম ও পশ্চিম বাংলার মালদহ জেলার বংশোদ্ভূত 'মালদইয়া' মুসলিম এই দুই গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময়  দুই পক্ষই লাঠিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটে। পরে এই সংঘর্ষ ছড়িয়ে রাণীশংকৈলের বিভিন্ন এলাকায়। বিভিন্ন এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতারা পরিস্থিতি শান্ত করেন।

পরে রোববার সন্ধ্যার দিকে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না  দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় সকল প্রকাল অস্ত্র,  লাঠিসোটা  ও একত্রে  পাঁচজনের অধিক চলাফেরা না করা, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইন  অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মূলত এ ঘটনার জের ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে উপজেলার কাউন্সিল বাজার, চেকপোস্ট বাজার ও বটতলী এলাকায়। খুলেনি বেশিরভাগ দোকানপাট। হাটাবাজারেও মানুষের চলাচল ছিল একেবারেই কম।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, সংঘর্ষে পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ১৪৪ ধারা জারির পর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১৪৪ জারিকৃত এলাকায় পুলিশ, বিজিবি, আনসার মিলিয়ে অর্ধশতাধিক আইশৃঙ্গঅলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

ইত্তেফাক/এপি