বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৫:৩০

ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপার নিহত হয়েছেন। ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা হেলপার মো. হায়দার আলী (৩২)।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-৪৬৪৪) গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম গণমাধ্যমকে বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার টিএসআই মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, খুলনা থেকে ঢাকাগামী একটি তরমুজ বোঝাই ট্রাক ঘোপঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক ও হেলপার দুজনেই ট্রাকের ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে মধুখালী ও মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর হেলপারের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত চালককে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ইত্তেফাক/এএইচপি