টাঙ্গাইলের মির্জাপুরে গিয়াস উদ্দিন নামে এক আসামি গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধনের পর তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় উত্তেজিত জনতা।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার গ্রামে ওই আসামির বাড়িতে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গিয়াস উদ্দিনের কলাবাগানে তার চাচা আকবর আলীর ছাগল ঢোকা নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হলে একপর্যায়ে গিয়াস তার হাতে থাকা কোদালের আছাড়ি দিয়ে আকবর আলীর (৬৫) মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় শনিবার গিয়াস উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করলে ওই রাতেই পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে এলাকাবাসী আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাড়িতে নারী ও শিশুরা থাকলেও তারা নিরাপদে সরে যেতে সক্ষম হন।
মঙ্গলবার সকালে মির্জাপুর থানার ওসি জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।