বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

সময়ের আগে ইন্টারভিউ দিতে হাজির, বাদ পড়লেন চাকরিপ্রার্থী! 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১২:২৮

অনেকেই সময়মতো ইন্টারভিউ দিতে পৌঁছাতে পারেন না। তাই চাকরিপ্রার্থীরা বাসা থেকে হাতে বাড়তি সময় নিয়ে বের হন। প্রখ্যাত ইংরেজ নাট্যকার এবং কবি উইলিয়াম শেক্সপিয়র বলেছিলেন, ‘বেটার থ্রি আওয়ারস টু সুন, দ্যান আ মিনিট টু লেট।’ অর্থাৎ, এক মিনিটের দেরির থেকে তিন ঘণ্টা তাড়াতাড়ি হওয়া ভালো।  

তবে এদিকে তো একেবারে উল্টো ঘটনা! সময়ের আগে পৌঁছানোয় বাদ পড়েছেন এক চাকরিপ্রার্থী। তাকে বাদ দেওয়ার কারণও জানিয়েছে ওই প্রতিষ্ঠান। খবর এনডিটিভির।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এমনই এক পোস্ট ভাইরাল হয়েছে। যুক্তরাষ্ট্রের আটলান্টার এক সংস্থায় কর্মী নিয়োগ চলছিল। বেশ কয়েকজনকে ইন্টারভিউতে ডাকা হয়। তাদের মধ্যেই একজন কমপক্ষে ২৫ মিনিট আগেই ইন্টারভিউ দিতে পৌঁছান। তবে তার সঙ্গে কোন কথাবার্তা বলা হয়নি। বরং বাদ দিয়ে দেওয়া হয় তাকে।

চাকরি থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানায়, বেশি দূর থেকে আসেননি তিনি। তাই ২৫ মিনিট আগে ইন্টারভিউ দিতে পৌঁছানোর কোনো কারণ নেই। বরং এত তাড়াতাড়ি আসার আসল কারণ হলো, ওই ব্যক্তির সময় সম্পর্কে মোটেও জ্ঞান নেই। তাই তাকে চাকরি দেওয়ার কোনো মানেই হয় না। স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থী এমন কথা শুনে অবাক হয়ে যান।  এমন পোস্টে নেটিজেনরাও অবাক হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় বিরোধিতা করেছেন অনেক নেটিজেন। একজন লেখেন, ‘কী হাস্যকর মূল্যায়ন। তাকে আমার কাছে পাঠান। আমি অবিলম্বে চাকরি দেব তাকে।’ আবার অনেক নেটিজেনই ওই ব্যক্তিকে চাকরি না দেওয়ায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেছেন। 

ইত্তেফাক/এনটিএম/এসআর